মুম্বই: গত বুধবারই মুম্বইয়ে একটা কুইজ প্রতিযোগিতায় মারিয়া জুবেরির মেয়ে সোনার পদক জিতেছিল। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত মারিয়া এলাহাবাদে তাঁর বাবা-মাকে ফোন করেছিলেন। আর এর পরের দিনই মুম্বইয়ের ঘাটকোপার একালায় কপ্টার দুর্ঘটনায় মারিয়া সহ আরও চারজনের মৃত্যু হয়। ওই কপ্টারের পাইলট ছিলেন মারিয়া।
মারিয়ার বাবা-মা মেয়ের এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ। তাঁর মা ফরিদা জুবেরি বলেছেন, মেয়ে যে কুইজ প্রতিযোগিতায় সোনার পদক পেয়েছে, তা কত উত্সাহের সঙ্গে জানিয়েছিল আমাদের।
ফরিদা বলেছেন, মেয়ের সাফল্য দারুণ খুশি হয়েছিল ও। আগামী সপ্তাহেই বন্ধু ও আত্মীয়দের নিয়ে একটা পার্টি দেবে বলে ঠিক করেছিল।
মারিয়ার স্বামী প্রভাত কুঠারিয়া সংশ্লিষ্ট বিমান পরিববণ কোম্পানিকে দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনা এড়ানো যেত।
মেয়ের সাফল্যে আগামী সপ্তাহেই পার্টি দেবেন ঠিক করেছিলেন নিহত মহিলা পাইলট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2018 05:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -