এদিন বিজ্ঞানীদের সমাজ, অর্থনীতির চাহিদা, প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তাঁদের গবেষণাকে রূপ দিতে আবেদন করেন মোদি। এদিন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে তাঁদের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেন তিনি। ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চের কথা বলেন। এ ব্যাপারে স্কিম তৈরি করতে নির্দেশ দেন তাঁর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টাকে। সম্প্রতি পাইলট প্রকল্প হয়েছে, আসলটা করা বাকি, বৈজ্ঞানিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাকিস্তানে বায়ুসেনা অভিযানের উল্লেখ মোদির
Web Desk, ABP Ananda | 28 Feb 2019 07:33 PM (IST)
নয়াদিল্লি: ‘শান্তির স্বার্থে’ পাকিস্তান শুক্রবার তাদের হাতে বন্দি ভারতীয় পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেবে বলে খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান সেদেশের পার্লামেন্টে ঘোষণা করার পর তাত্পর্য্যপূর্ণ মন্তব্য করলেন নরেন্দ্র মোদি। পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর ভারতীয় বায়ুসেনার অভিযানের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি একটি পাইলট প্রজেক্ট কার্যকর হয়েছে। সেই প্রক্রিয়া প্র্যাকটিস মাত্র, আসলটা এখনও বাকি। এখানে বৈজ্ঞানিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, আপনারা জীবনটা গবেষণাগারে কাটিয়ে দেন। আপনারা রীতিমাফিক প্রথমে একটা পাইলট প্রজেক্ট করেন। তারপর বাড়তি প্রয়াস, উদ্যমে কাজ করেন। ঠিক সেভাবেই সম্প্রতি একটি পাইলট প্রজেক্ট চালানো হয়েছে। এখন আসলটা করা বাকি। আগেরটা ছিল অনুশীলন। আসলটা হল আজকের পুরস্কারপ্রাপকদের উঠে দাঁড়িয়ে অভিবাদন জানানো। আমরা উঠে দাঁড়িয়ে সম্মান জানাব। গোটা হল হাততালিতে ফেটে পড়ে মোদির বক্তব্যে। পরে তাঁর এই মন্তব্য ট্যুইট করে বিজেপি।