নয়াদিল্লি: চোরাচালান, কপিরাইট লঙ্ঘন এবং আর্থিক তছরুপ সন্ত্রাসে মদতের প্রধান উত্স। সমস্ত পুলিশ ট্রেনিং কলেজে মেধা স্বত্ত্ব অধিকার সংক্রান্ত একটি শিক্ষাক্রমের ঘোষণা করতে গিয়ে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
মেধাস্বত্ত্ব ও কপিরাইল লঙ্ঘনের মাধ্যমে যে সব অপরাধ সংঘটিত হয়, পুলিশকর্মীদের এই প্রশিক্ষণ সেগুলি সম্পর্কে সচেতন করে তপলবে এবং সংশ্লিষ্ট আইনগুলি কঠোরভাবে বলবত্ করার জন্য তাঁদের প্রস্তুত করবে।
‘মেধাস্বত্ত্ব অধিকারের প্রয়োগ সংক্রান্ত জাতীয় কর্মশালা’য় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ পুলিশ ও শুল্ক বিভাগকে এ ধরনের লঙ্ঘনের ঘটনা হাল্কাভাবে না নিতে বলেছেন। কারণ, এই বিষয়গুলির সঙ্গে দেশের ও দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি সরাসরি যুক্ত।
তিনি বলেছেন, এই বেআইনি কাজগুলির মাধ্যমে সন্ত্রাসবাদী ও অপরাধীরা অর্থ সংগ্রহ করতে পারে এবং সেই অর্থ সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করতে পারে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চোরাচালান, কপিরাইট লঙ্ঘন সন্ত্রাসে মদতের উৎস, বললেন রাজনাথ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Aug 2017 04:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -