নয়াদিল্লি:  ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ব্যাঙ্কের বাইরে লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে-মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সেই মুখগুলোতেই হাসি ফোটাতে এগিয়ে এল ফাস্ট ফুড প্রস্তুতকারক সংস্থা পিৎজা হাট। অপেক্ষারত মানুষগুলোর কাছে তাদের কর্মীরা পৌঁছে দিয়েছে এক খণ্ড পিৎজা এবং এক গ্লাস করে জল। তাও আবার বিনামূল্যে।


কালো টাকা দুর্নীতি রুখতে মোদী সরকারের নোট বাতিলের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বহুজাতিক সংস্থা পিৎজা হাট। তাই সাধারণ মানুষকে সামান্য খুশি করতে এগিয়ে এসেছে তারা। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুণে, গুরগাঁও-এর বিভিন্ন ব্যাঙ্কে ঘুরে ঘুরে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কাছে পিৎজা পৌঁছে দিয়েছেন সংস্থার কর্মীরা। জানা গিয়েছে ৫ লক্ষ টাকার প্যান পিৎজা ডেলিভারি করেছেন তাঁরা। তাদের এই উদ্যোগে সাড়াও মিলেছে ব্যাপক। প্রচুর প্রশংসা কুড়িয়েছে কোম্পানী। বিশেষজ্ঞরা বলছেন, সংস্থার এই উদ্যোগ তাদের বাণিজ্যিক প্রচারের একটি ভালো পদক্ষেপ।

উল্লেখ্য, কয়েকদিন আগে অনুষা নামে একটি বাচ্চা মেয়েরও আবদার মিটিয়েছিল পিৎজা হাট। অনুষার মা ব্যাঙ্ককর্মী। নোট বাতিলের জেরে তাঁর মা-কে অনেকক্ষণ অফিসে থাকতে হয়। তাই পরিবারকে কিছুদিন বেশি সময় দিতে পারছেন না তিনি। ছোট্ট অনুষা পিৎজা হাট-কে মেল করে জানায়, তার মায়ের খুব পরিশ্রম যাচ্ছে। তারা যেন, ব্যাঙ্কে গিয়ে মা-কে কিছু একটা চমক দেয়, যাতে তার মা খুশি হয়। এও জানায় যে তার মা পিৎজা খেতে ভালোবাসে। অনুষার এই আবদার মেনে এক মুহূর্ত সময় নষ্ট না করে মায়ের কাছে পিৎজা পৌঁছে দেয় কর্মীরা। উপহার হিসেবে অনুষার জন্য পাঠিয়ে দেয় পিৎজা।