নয়াদিল্লি: ভারতের সঙ্গে অচলাবস্থা কাটলেও ডোকলাম ছাড়েনি চিনা সেনা। উল্টে আগে যে এলাকায় রাস্তা তৈরি করা নিয়ে অশান্তি বেধেছিল, তার থেকে ১০-১২ কিলোমিটার উত্তরে আর একটি রাস্তা তৈরি করছে তারা। উদ্বিগ্ন ভুটান এ ব্যাপারে চিনের সঙ্গে কথা বলেছে।


তাৎপর্যপূর্ণভাবে বৈঠকটি হয়েছে দিল্লিতে। ২৭ সেপ্টেম্বর ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ভেতসপ নামগিয়েল দেখা করেন ভারতের চিনা রাষ্ট্রদূত লুও ঝাহুইয়ের সঙ্গে। ডোকলাম এলাকায় চিনা কার্যকলাপ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। এই বৈঠকের ঠিক এক মাস আগে টানা কয়েক মাস মুখোমুখি দাঁড়িয়ে থাকার পর ডোকলাম থেকে সরে আসার কথা বলে ভারত ও চিন।

কয়েকটি সংবাদপত্র রিপোর্টে খবর ছিল, ডোকলাম মালভূমি থেকে ৮০০-৯০০ মিটারের মধ্যে এখনও বহাল রয়েছে চিনা সেনা, তবে রাস্তা তৈরির মালপত্র সরিয়ে নিয়েছে তারা। কিন্তু বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ডোকলামে যে এলাকায় দুদেশের সেনা মুখোমুখি হয়েছিল, সেখানে নতুন করে কোনও নির্মাণকাজ শুরু হয়নি, আগের অবস্থা বজায় রয়েছে।

উপগ্রহের থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, চিন এখন ডোকলাম থেকে ১০-১২ কিলোমিটার উত্তরে একটি রাস্তা নির্মাণ করছে। চিন ও ভুটানের মধ্যে একটি বিতর্কিত এলাকা রয়েছে, ইয়াতুং নামে। সম্ভবত সেখানে মোতায়েন চিনা সেনা ছাউনির সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য এই রাস্তা বানাচ্ছে তারা। বেজিং চায়, দিল্লির প্রভাব থেকে থিম্পুকে বার করে নিজেদের অক্ষে ঢুকিয়ে নিতে। ফলে এসব বিতর্কিত এলাকা নিয়ে থিম্পুর অবস্থানের দিকে নজর রাখছে দিল্লি।