ট্রেন্ডিং

বিয়ে, রাজনীতি, প্রেম…বরাবরই ‘ট্রাবলমেকার’ তেজপ্রতাপ, বড় ছেলেকে জীবন থেকেই বাদ দিলেন লালুপ্রসাদ!

চিপস চুরির অপবাদের ঘটনায় পাঁশকুড়া থানায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর মৃত পড়ুয়ার মায়ের

ভাটপাড়ায় অর্জুন সিংহের সঙ্গে তিরঙ্গা যাত্রায় যোগদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতন? প্রতিবাদে পোস্টার পড়ল উত্তরপ্রদেশে, জন আক্রোশ যাত্রার ডাক

টাকার বিনিময়ে ভোটার! বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের
১৯ দিন পার, এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকরা। সল্টলেক সেন্ট্রাল পার্কে সরছে ধর্নাস্থল
ফেসবুক পোস্টে দেবী দুর্গা সম্পর্কে 'অবমাননাকর মন্তব্য', দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Continues below advertisement

ফাইল ছবি
নয়াদিল্লি: দেবী দুর্গার প্রতি অবমাননাকর মন্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযোগ দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। ওই পোস্টের নিন্দা করেছে ছাত্র সংগঠন এবিভিপি। বিজেপি-পন্থী শিক্ষকদের একটি সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে দয়াল সিংহ কলেজের অধ্যাপক কেদার কুমার মন্ডলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।
অধ্যাপক মন্ডল গত শুক্রবার সন্ধেয় ওই বিতর্কিত মন্তব্য পোস্ট করেন। পরে তা ডিলিট করে দেন।
বিজেপি-পন্থী শিক্ষক সংগঠন লোদি কলোনি থানায় অভিযোগ দায়ের করেছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে কোনও এফআইআর দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অধ্যাপক মন্ডলের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। এবিভিপি ওই অধ্যাপককে অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানিয়েছে।
দয়াল সিংহ কলেজের এবিভিপি-র সংগঠনের পক্ষ কলেজের পড়ুয়াদের কাছে ওই অধ্যাপকের ক্লাস বয়কটেরও আর্জিও জানানো হয়েছে। এবিভিপি বলেছে, নবরাত্রি উত্সব চলাকালে অধ্যাপক মন্ডল হিন্দুদের ভাবাবেগ আহত করেছেন।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে