নয়াদিল্লি:  দেবী দুর্গার প্রতি অবমাননাকর মন্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযোগ দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। ওই পোস্টের নিন্দা করেছে ছাত্র সংগঠন এবিভিপি। বিজেপি-পন্থী শিক্ষকদের একটি সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে দয়াল সিংহ কলেজের অধ্যাপক কেদার কুমার মন্ডলের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।
অধ্যাপক মন্ডল গত শুক্রবার সন্ধেয় ওই বিতর্কিত মন্তব্য পোস্ট করেন। পরে তা ডিলিট করে দেন।
বিজেপি-পন্থী শিক্ষক সংগঠন লোদি কলোনি থানায় অভিযোগ দায়ের করেছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে কোনও এফআইআর দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অধ্যাপক মন্ডলের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। এবিভিপি ওই অধ্যাপককে অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানিয়েছে।


দয়াল সিংহ কলেজের এবিভিপি-র সংগঠনের পক্ষ কলেজের পড়ুয়াদের কাছে ওই অধ্যাপকের ক্লাস বয়কটেরও আর্জিও জানানো হয়েছে। এবিভিপি বলেছে, নবরাত্রি উত্সব চলাকালে অধ্যাপক মন্ডল হিন্দুদের ভাবাবেগ আহত করেছেন।