যান্ত্রিক গলদ, অমিত, বেঙ্কাইয়াকে নিয়ে দিল্লি ফিরল ইম্ফলগামী বিমান
Web Desk, ABP Ananda | 15 Mar 2017 02:34 PM (IST)
নয়াদিল্লি: ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেওয়া চার্টার্ড বিমানে মাঝ আকাশে আচমকা যান্ত্রিক গলদ। ঝুঁকি না নিয়ে পাইলট বিমান নিয়ে ফিরে এলেন দিল্লিতে। ফলে বুধবার মনিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার প্ল্যান বাতিল করতে হল বিজেপি সভাপতি অমিত শাহ, বেঙ্কাইয়া নাইডু ও দলের নেতা রামলালকে। সকাল ৯টা ৩৯ মিনিটে রাজধানীর ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়া এআর এয়ারওয়েজের ফ্যালকন ২০০ বিজনেট জেট বিমানটিতে বিজেপি নেতারা ছাড়াও আরও তিন যাত্রী ছিলেন। ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় সেটি সকাল ১০টা ১৭-য় বিমানবন্দরে ফিরে আসে। আজই মনিপুরে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বীরেন সিংহ।