নয়াদিল্লি: কর্নাটক বিধানসভা ভোটের পালা চুকেবুকে গেলেই কৈলাস মানস সরোবর তীর্থে যাবেন। ঘোষণা করলেন রাহুল গাঁধী। জন আক্রোশ সমাবেশের ভাষণ শেষে ফের মাইক টেনে নিয়ে ১০-১৫ দিনের যাত্রায় যাওয়ার ব্যাপারে কংগ্রেস কর্মীদের 'সম্মতি' চেয়ে নেন তিনি।
কয়েকদিন আগেই চার্টার্ড বিমানে কর্নাটক যাচ্ছিলেন কংগ্রেস সভাপতি। আচমকা সেই বিমান কয়েক হাজার ফুট নেমে আসে। সেই অভিজ্ঞতা জানিয়ে রাহুল বলেন, দিনকয়েক আগে আমরা বিমানে কর্নাটক যাচ্ছিলাম। হঠাত্ বিমানটা ৮০০০ ফুট নীচে পড়ে যায়। আমি তো ভাবলাম, সব শেষ। তখনই মনে হল, কৈলাস মানস সরোবর যেতে হবে। কর্নাটক বিধানসভা ভোট হয়ে গেলে দিন ১০-১৫ লাগবে যাত্রার জন্য।
রাহুল সেদিন সঙ্গীসাথীদের নিয়ে নয়াদিল্লি থেকে কর্নাটকের হুব্বালি বিমানবন্দর যাচ্ছিলেন। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি বা দিকে হেলে যায়, দ্রুত নীচে নামতে থাকে। রাহুলের ঘনিষ্ঠ সঙ্গী কৌশল বিদ্যার্থী কর্নাটক পুলিশের ডিরেক্টর জেনারেল নীলমনি এন রাজুকে চিঠি লিখে এ কথা জানান। সেদিন তিনবারের চেষ্টায় বিমানটি হুব্বালি এয়ারপোর্টে নামান চালক।
কংগ্রেস বিমানের 'সন্দেহজনক, ত্রুটিপূর্ণ আচরণে'র তদন্ত দাবি করে। এর পিছনে চক্রান্ত আছে বলে অভিযোগ করে তারা।
ডিজিসিএ দুজনের তদন্ত কমিটি তৈরি করে। পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু জানিয়ে দেন, কেউ এ ব্যাপারে অভিযুক্ত প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।