নয়াদিল্লি: প্লাস্টিক বা পিভিসি আধার স্মার্ট কার্ড ব্যবহারযোগ্য হিসেবে গণ্য হবে না বলে জানিয়ে দিল আধার-কর্তৃপক্ষ ইউআইডিএআই।


এদিন ইউআইডিএআই-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অজয়ভূষণ পাণ্ডে বলেন, তথাকথিত আধার স্মার্ট কার্ড একেবারেই অপ্রয়োজনীয়। অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। কারণ, এধরনের কার্ডে অনেকক্ষেত্রে কার্ডের কিউআর কোড কার্যকর থাকে না।


আধিকারিকের দাবি, বহু জায়গায় আধার স্মার্ট কার্ড তৈরি করা চলছে। মানুষের উচিত নয়। তাঁর পরামর্শ, এধরনের ভাঁওতাবাজদের খপ্পর থেকে দূরে থাকাই ভাল। কারণ, কিছু অসাধু ব্যক্তি এর মাধ্যমে ব্যবসা ফেঁদে বসেছেন।


শুধু তাই নয়। অজয়ভূষণের মতে, এর মাধ্যমে বহুক্ষেত্রে গোপন তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কারণ, যে ব্যক্তি ওই কাজ করছে, তার কাছে সব তথ্য চলে যাচ্ছে। তবে, আধার লেটার, নীচের কাটা অংশ, সাদা কাগজে আধারের ডাউনলোড করা প্রিন্টআউট এবং মোবাইল-আধার একেবারে বৈধ বলে জানিয়ে দেন অজয়ভূষণ।