কোচি: উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু বলেছেন, ভারতের যুগেও প্লাস্টিক সার্জারি হত, হত চোখের ছানির অস্ত্রোপচারও। তিনি বলেছেন, ভারতের ইতিহাসে এমন অনেকেই রয়েছেন, যাঁদের আধুনিক মানব জ্ঞান ছিল। তাঁদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাঁরা ছানির অস্ত্রোপচার এবং প্লাস্টিক সার্জারির মতো চিকিত্সা বিজ্ঞানের জটিল প্রক্রিয়ার ক্ষেত্রে সক্ষম ছিলেন।
তিনি বলেছেন, শল্য চিকিত্সক ছাড়াও প্রাচীন ভারতে অনেক বিজ্ঞানী, গণিতজ্ঞ, পদার্থবিদ, রসায়ণবিদ,ধাতুবিদ্যাবিশারদ,জ্যোতির্বিজ্ঞানী এবং আবিষ্কর্তা ছিলেন যাঁদের অত্যাধুনির মানব জ্ঞান ছিল।
কেরলের কালাডিতে তরুণ বিজ্ঞানীদের সম্মাণ প্রদর্শনের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বেঙ্কাইয়া এ কথা বলেছেন। তিনি বলেছেন, এই প্রসঙ্গে আর্যভট্ট, পিঙ্গল, ব্রহ্মগুপ্ত,ভাষ্কর, বরাহমিহির, চরক ও শুশ্রুত-র মতো প্রসিদ্ধ জ্ঞানীদের কথা স্মরণীয়। ভারতই বিশ্বকে শূন্য এবং দুই সংখ্যা ব্যবস্থার ধারণা দিয়েছে। উপরাষ্ট্রপতি আরও বলেছেন, কীভাবে দস্তা ও লৌহ শঙ্কর গলাতে হয়, তা আমরা জানতাম। আমাদের প্রাচীন শল্যবিদরা প্লাস্টিক সার্জারি ও ছানির অস্ত্রোপচারের মতো জটিল অস্ত্রোপচার করতে পারতেন।
কালাডির আদি শঙ্কর ইন্সস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-তে আদি শঙ্কর এশিয়ানেট নিউজ ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করেন বেঙ্কাইয়া।
তিনি বলেন, এই পুরস্কার যুব ভারতের অন্তর্নিহিত জিজ্ঞাসা, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী ক্ষমতার সাক্ষী।
প্রাচীন ভারতেও প্লাস্টিক সার্জারি ও ছানির অস্ত্রোপচার ছিল, বললেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2018 05:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -