প্রণব মুখোপাধ্যায়ের বইয়ের বিরুদ্ধে আবেদন: শুনানি থেকে সরে গেলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি
Web Desk, ABP Ananda | 06 Apr 2018 09:55 PM (IST)
নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতির টার্বুলেন্ট ইয়ার্স-১৯৮০-১৯৯৬ বইয়ে ১৯৯২ সালের বাবরি মসজিদ ভাঙা সম্পর্কে এমন কিছু কথা রয়েছে যাতে হিন্দুরা আঘাত পেতে পারেন, তাই সেগুলি বাদ দেওয়া হোক, এমনই আবেদনে পিটিশন দিয়েছেন একদল আইনজীবী ও সমাজকর্মী। আজ তার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি প্রতিভা এম সিংহ। দিল্লি হাইকোর্টের এই বিচারপতি কোনও কারণ উল্লেখ করেননি এ ব্যাপারে, শুধু এক নির্দেশে বলেছেন, অস্থায়ী প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে আবেদনটি অন্য বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করা হচ্ছে। আবেদনকারীদের কৌঁসুলি বিষ্ণু শঙ্কর জৈন সাংবাদিকদের বলেন, এদিন দুপুরে বিচারক তাঁকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে কোনও কারণ উল্লেখ না করেই বিষয়টি থেকে নিজের সরে যাওয়ার কথা জানান। ৯ এপ্রিল বিষয়টির আরেক বেঞ্চে শুনানি হবে বলে জানা গিয়েছে। ওই বিচারপতি এদিন প্রথমার্ধে আবেদনের শুনানি করেন, প্রাক্তন রাষ্ট্রপতিকে মৌখিক নোটিশও দেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সরে দাঁড়ান। প্রণববাবুর বইয়ের কিছু অংশ বাদ দেওয়ার আর্জিটি গত ২০১৬-র ৩০ নভেম্বর খারিজ করে নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদন জানালে গত সেপ্টেম্বরে মামলা সংক্রান্ত কোর্টের নথিপত্র পেশ করতে বলে হাইকোর্ট। আবেদনকারীদের আইনজীবীরা নিম্ন আদালতে বলেছিলেন, রাষ্ট্রপতি তাঁর মেয়াদের মধ্যে ব্যক্তিগত ক্ষমতায় কিছু করে থাকলে তাঁর বিরুদ্ধে দায়রা মামলা পেশ করা যায়। রাষ্ট্রপতির আইনজীবী অবশ্য পাল্টা নিম্ন আদালতে তার বিরোধিতা করেন।