নয়াদিল্লি: 'টাইগার জিন্দা হ্যায়'-এর প্রোমোশনের সময় তফসিলি সম্প্রদায়কে কটাক্ষ করেছেন, এই অভিযোগে সলমন খান, ক্যাটরনা কাইফের বিরুদ্ধে এফআইআর রুজু করার আর্জিতে দিল্লির আদালতে পিটিশন জমা পড়ল।
আবেদনকারী হলেন দিল্লি কমিশন ফর কর্মচারিস-এর প্রাক্তন চেয়ারম্যান হরনাম সিংহ। ছবির ওই দুই তারকা তফসিলি জাতি সম্পর্কে ঠিক কী বলেছেন, তা জানা যায়নি। তবে অতিরিক্ত দায়রা বিচারক সিদ্ধার্থ শর্মার কাছে পেশ করা আবেদনে তাঁর দাবি, অভিযুক্তরা এমন কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন, যাতে তফসিলি জাতিভুক্ত লোকজনকে অসম্মান, অপমান করা হয়েছে, ওঁদের নিগ্রহ করেছেন ওঁরা।
হরনামের অভিযোগ, একটি টিভি চ্যানেলে সলমন ওই কটূক্তি করেন, কিন্তু ক্যাটরিনা ওই আক্রমণাত্মক, অসংবেদনশীল মন্তব্যে আপত্তি, প্রতিবাদ না করে তাঁর আচরণের মাধ্যমে তাতে সামিল হন নিজেও।
আদালত ২৭ ফেব্রুয়ারি বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে, অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট স্টেশন হাউস অফিসারের জবাবও চেয়েছে।
গত ডিসেম্বরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন হরনাম। তবে কোনও এফআইআর নথিভুক্ত না হওয়ায় তিনি আদালতে আবেদন পেশ করেছেন।
'টাইগার জিন্দা হ্যায়'-এর প্রোমোশনে তফসিলিদের কটূক্তির অভিযোগ, সলমন, ক্যাটরিনার বিরুদ্ধে এফআইআর চাই, পিটিশন
Web Desk, ABP Ananda
Updated at:
23 Feb 2018 02:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -