কুলভূষণকে ছাড়াতে আন্তর্জাতিক ন্যয় আদালতে যেতে নির্দেশ দেওয়া হোক ভারত সরকারকে, পিটিশন দিল্লি হাইকোর্টে
Web Desk, ABP Ananda | 18 Apr 2017 02:26 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলভূষণ যাদবের নিরাপদ মুক্তির জন্য আন্তর্জাতিক ন্যয় আদালতে (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস) যেতে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক। দিল্লি হাইকোর্টে আর্জি জানালেন রাহুল শর্মা নামে জনৈক সমাজকর্মী। পিটিশনে তিনি বলেছেন, কুলভূষণকে ন্যয়বিচার দিতে ব্যর্থ পাক সেনাবাহিনী। ভারতীয় নৌবাহিনীর এই প্রাক্তন অফিসারকে পাকিস্তানে কেবলমাত্র বেআইনি ভাবে আটকে রাখাই হয়নি, তাঁকে মৃত্যুদণ্ডের সাজাও দেওয়া হয়েছে অন্যায় ভাবে। কুলভূষণের সঙ্গে যাতে ভারতীয় কনস্যুলেটকে দেখা করতে দেওয়া হয়, সেজন্য কেন্দ্রীয় বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রককে আন্তর্জাতিক ন্যয় আদালতের দ্বারস্থ হতে বলা হোক। রাহুলের পিটিশনটির শুনানি হবে সম্ভবত আগামীকাল। পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে কুলভূষণে যে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে পাক সামরিক আদালত, তাতে গত ১০ এপ্রিল সিলমোহর দিয়েছেন পাক সেনাপ্রধান। ভারত সরকারকে কুলভূষণকে ছাড়িয়ে আনতে নির্দেশ দেওয়ার আর্জি তো বটেই, অন্যান্য দেশে অপহৃত, ছিনতাই হওয়া ভারতীয়দের মুক্তির ব্যাপারে সরকার প্রোটোকল জারি করুক, এমন দাবিও রয়েছে পিটিশনে।