শ্রীনগর: পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিক্ততা, বিরোধ মিটিয়ে কাশ্মীরের মানুষ ও সীমান্তে পাহারায় থাকা সেনা, নিরাপত্তাবাহিনীর জওয়ানদের কথা ভেবে বন্ধু হয়ে উঠতে উদার আহ্বান জানালেন মেহবুবা মুফতি। গতকাল বারামুল্লার সোপোরে আইইডি বিস্ফোরণে চার পুলিশকর্মীর মৃত্যু ও দুজনের মারাত্মক জখম হওয়ার ঘটনার পরদিনই এই আবেদন করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
রবিবার কাশ্মীরের অনন্তনাগে এক জনসভায় তিনি বলেন, সীমান্তের ওপারে পাকিস্তান, আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা সমাধানসূত্র খুঁজে বের করুন, আলোচনায় বসুন, বন্ধু হয়ে উঠুন। জম্মু ও কাশ্মীরের জনসাধারণকে এই সঙ্কট থেকে উদ্ধার করুন, রক্ষা করুন সীমান্তের জওয়ানদের।
গতকাল আইইডি বিস্ফোরণের পর তিনি ট্যুইট করেন, সোপোরে ৪ পুলিশ কর্মীর আইইডি ফেটে মারা যাওয়ার খবর শুনে গভীর যন্ত্রণা পেলাম। ওদের পরিবারগুলিকে আমার গভীরতম শোক, সমবেদনা জানাই। সেইসঙ্গে বলেন, রাজ্যে হিংসার চক্রটাকে ভাঙতে হবে, আর সেজন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলুন সমাজের প্রতিটি অংশের মানুষ।
গতকাল সোপোরের ছোটা বাজার ও বড়া বাজারের মাঝখানে একটি গলির মধ্যে ওই বিস্ফোরণ হয়। নিহত পুলিশকর্মীরা ওখানে টহল দিচ্ছিলেন।
৩১ ডিসেম্বর বর্ষশেষের দিন ভোরেও লেথপোরায় আধাসামরিক বাহিনীর ছাউনিতে ঢুকে তাণ্ডব চালায় ভারী অস্ত্রশস্ত্রধারী সন্ত্রাসবাদীরা। ৫ সিআরপিএফ জওয়ান নিহত হন। পাকিস্তানে আশ্রয়প্রাপ্ত জয়েশ-ই-মহম্মদ হামলার দায় স্বীকার করে।
দুঃখ প্রকাশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও ট্যুইট করেন, সোপোর থেকে খুবই দুঃখের খবর। কর্তব্য পালনের সময় নিহত জম্মু ও কাশ্মীর পুলিশের চার সাহসী জওয়ান শান্তিতে চিরঘুমে থাকুন।