লখনউ: ‘স্ত্রীর সঙ্গে দেখা হয়নি চার মাস। কারণ, আমি ছুটি পাইনি। আমাকে যদি ছুটি না দেওয়া হয়, তাহলে হয়তো স্ত্রী ছেড়ে চলে যাবে। ও চাইছে আমি ১০ দিন অন্তর বাড়ি যাই। স্ত্রী বলেছে, আমি যদি ১০ দিন অন্তর বাড়ি না যাই, তাহলে যাওয়ার দরকার নেই।’
ছুটির আবেদনে এমনই লিখলেন উত্তরপ্রদেশের লখনউয়ের পুলিশ কনস্টেবল ধর্মেন্দ্র সিংহ। তিনি আগরা রোডের শাহগঞ্জে মোতায়েন। লখনউয়ের অতিরিক্ত পুলিশ সুপারকে চিঠি লিখে ছুটি চেয়েছেন ধর্মেন্দ্র। তিনি চিঠিতে লিখেছেন, ‘আমার নতুন বিয়ে হয়েছে। আমার সবসময়ই স্ত্রীর কথা মনে পড়ে। ফলে কাজে মন দিতে পারি না। আমার বাড়ি যাওয়া দরকার।’ এই চিঠি দেওয়ার পরেই আটদিনের ছুটি পেয়েছেন তিনি।
এক পুলিশ আধিকারিক বলেছেন, ‘একজন কনস্টেবল সাধারণভাবে বছরে ৩০ দিন ছুটি পান। তাঁদের প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাওয়ার কথা। সব জেলার পুলিশ বিভাগের প্রধানরা ছুটি মঞ্জুর করেন। কিন্তু কাজের চাপের জন্য সবাই ছুটি পান না। কনস্টেবলদের মনোবল বাড়ানোর জন্য নানা ব্যবস্থা নিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। ডিজিপি নিজে তাঁদের ভাল কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার দিচ্ছেন। যে পুলিশকর্মীরা টানা ১০ দিন কাজ করেন, তাঁদের একদিন ছুটি দেওয়ার নিয়ম চালু করা হয়েছে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ছুটি দিন, না হলে স্ত্রী ছেড়ে চলে যাবে, আর্জি লখনউয়ের পুলিশ কনস্টেবলের
Web Desk, ABP Ananda
Updated at:
14 May 2018 07:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -