অযোধ্যায় রাম মন্দিরের পক্ষে যথেষ্ট তথ্য রয়েছে, বললেন রবিশঙ্কর প্রসাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2017 10:03 AM (IST)
ভুবনেশ্বর: অযোধ্যার রাম জন্মভূমিতে মন্দির বানানোর জন্য যথেষ্ট তথ্য রয়েছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এ কথা বললেন। তাঁর কথায়, আইনমন্ত্রী হিসেবে নয়, একজন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি বলছেন, রাম মন্দির নির্মাণের পক্ষে যথেষ্ট নথিপত্র রয়েছে। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, উত্তরপ্রদেশেও। তাহলে কবে হবে রাম মন্দির? রবিশঙ্কর জানিয়েছেন, অযোধ্যায় রামচন্দ্রর মন্দির বানানো বিজেপির অ্যাজেন্ডায় রয়েছে। তবে আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করবে তারা। বিএসপি নেত্রী মায়াবতী ও এসপি প্রধান অখিলেশ যাদব যেভাবে বিজেপি-বিরোধী মহাজোটের কথা বলছেন, তা তাঁদের মরিয়া হয়ে ওঠার প্রমাণ বলে মনে করছেন মন্ত্রী। তাঁর কথায়, এই দলগুলি বিজেপিকে ভয় পাচ্ছে, তাই তারা জোটের কথা বলছে। কিন্তু মানুষ ক্ষমতাসীন দলের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের রায় দিয়েছেন।