পশ্চিমবঙ্গ, গুজরাতের পাশাপাশি এবার বন্যায় অসম ও রাজস্থানেও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাকৃতিক সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। আগামীকাল অসমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
একইসঙ্গে গত ২৫ তারিখ মুম্বইয়ের ঘাটকোপারে একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে যে ১৭ জনের মৃত্যু হয়েছে, তাঁদের নিকটাত্মীয়দেরও ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। এক্ষেত্রেও জখম হওয়া ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।