আজমগড় (উত্তরপ্রদেশ): তিন তালাক ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ নরেন্দ্র মোদীর। শনিবার দুদিনের উত্তরপ্রদেশ সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী কংগ্রেসকে নিশানা করে জানতে চান, ওরা কি শুধুই মুসলিম পুরুষদের দল।


বলেন, এইসব দলের আসল চেহারা বেরিয়ে যায় তিন তালাক প্রশ্নে ওদের অবস্থান থেকে। একদিকে কেন্দ্র যখন মহিলাদের জীবনযাত্রা উন্নত ও সহজ করার চেষ্টা করছে, তখন অন্যরা মহিলাদের, বিশেষত মুসলিম মহিলাদের বিপন্ন করে তুলছে। কোটি কোটি মুসলিম মহিলা সবসময় তিন তালাক নিষিদ্ধ করার দাবি করেছেন, যেমনটি হয়েছে ইসলামিক দেশগুলিতেও। খবরের কাগজে পড়লাম কংগ্রেস সভাপতি বলেছেন, কংগ্রেস মুসলিমদের পার্টি। গত দুদিন ধরে এনিয়ে অনেক আলোচনা, কথাবার্তাও হচ্ছে। ফলে মনমোহন সিংহ যখন বলেছিলেন, প্রাকৃতিক সম্পত্তির ওপর মুসলিমদের মালিকানা সবার আগে, তখন অবাক হইনি। কিন্তু কংগ্রেসকে প্রশ্ন করতে চাই, ওরা কি শুধুই মুসলিমদের পুরুষদের দল?

সামনেই বসছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। রাজ্যসভায় তাত্ক্ষনিক তিন তালাক বিরোধী বিলটি পাশ করাতে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার উঠেপড়ে চেষ্টা করছে বলে খবর। সেই প্রেক্ষাপটেই কংগ্রেসকে এ নিয়ে কাঠগড়ায় তুললেন মোদী। বিলটি ইতিমধ্যেই লোকসভার অনুমোদন পেয়েছে। বিরোধীদের একাংশের আপত্তিতে রাজ্যসভায় থমকে রয়েছে বিলটি।

প্রধানমন্ত্রী বলেন, মুসলিম মেয়েরা মর্যাদা পাবেন, তাঁদের অধিকার সুরক্ষিত থাকবে, এমন কোনও জায়গা আছে কি? ওরা সংসদে তিন তালাক বিলটা আটকে দিয়েছে, সংসদ চালাতে দিচ্ছে না। এই পরিবারতান্ত্রিক দলগুলি মোদীকে হটাতে পরিশ্রম করছে। আমি ওদের বলব, সংসদের অধিবেশন বসতে এখনও ৪-৫ দিন দেরি আছে। এই কদিনে তালাক, হালালায় ক্ষতিগ্রস্ত মেয়েদের কাছে যান, জানুন, ওরা কেমন আছে, তারপর সংসদে আপনাদের মতামত দিন।

এদিন প্রধানমন্ত্রী আজমগড় আসেন ৩৪০কিমি দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। ওই এক্সপ্রেসওয়ে লখনউয়ের সঙ্গে জুড়বে গাজিপুরকে।