নয়াদিল্লি: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা লাগাতার হরতালের জেরে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর। বিশেষ সূত্রে জানা গিয়েছে, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার জন্য রাজ্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। স্কুলগুলির নিরাপত্তার জন্য অ্যাকশন প্ল্যান তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে।
হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা গোলমাল চালিয়ে যাচ্ছে। অশান্তি ও হরতালের জেরে ৯ জুলাই থেকে বন্ধ রয়েছে উপত্যকার সব স্কুল-কলেজ। ফলে শিকেয় উঠেছে পড়াশোনা। কাশ্মীরে ২০টি স্কুল পুড়িয়ে দিয়েছে জঙ্গিরা। কেন্দ্রের আশঙ্কা, শিশুরা যাতে আধুনিক শিক্ষার বদলে মাদ্রাসা বা জামাতের স্কুলে গিয়ে ধর্মান্ধতা শেখে তার জন্যই স্কুল ধ্বংস করে দিচ্ছে জঙ্গিরা। সেই কারণেই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।
কাশ্মীরের স্কুল-কলেজগুলি খোলা গেলে উপত্যকায় ফের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে মনে করছেন মোদী। সেই কারণেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রককে যত দ্রুত সম্ভব কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বলে খবর। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রক কাশ্মীর পুলিশের সঙ্গে কথা বলছে। পরীক্ষা নেওয়ার বিষয়েও জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গে কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের। জানা গিয়েছে, ১৫ নভেম্বর থেকে দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে। ২৮ নভেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। সপ্তম শ্রেণির পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
‘উদ্বিগ্ন’ মোদী, কাশ্মীরে লাগাতার হরতালে বন্ধ স্কুল-কলেজ ফের খুলতে পুলিশকে ব্যবস্থা নিতে ‘নির্দেশ’ কেন্দ্রের
Web Desk, ABP Ananda
Updated at:
27 Oct 2016 09:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -