নয়াদিল্লি: আজ থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে অধিবেশন শুরু করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবারের অধিবেশনে পাশ হওয়ার অপেক্ষায় গুরুত্বপূর্ণ বিলগুলির মধ্যে রয়েছে বহু বিতর্কিত তিন তালাক বিল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  উভয়েই আশাপ্রকাশ করেছেন, এই বিল সংসদে দ্রুত পাশ হবে।তাঁরা বলেছেন, এই বিল নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়। কারণ, এই বিল মুসলিম মহিলাদের নির্ভয়ে ও মর্যাদাপূর্ণভাবে জীবনযাপনের ক্ষেত্রে সহায়ক হবে।

গতমাসে এই বিল লোকসভায় অনুমোদিত হয়। বিলে তাত্ক্ষণিক তিন তালাককে অপরাধ আখ্যা দিয়ে তিনবার তালাক উচ্চারণ করে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটালে কোনও মুসলিম পুরুষের তিন বছরের কারাবাসের সংস্থান রয়েছে। কিন্তু রাজ্যসভায় বিরোধীদের আপত্তিতে বিলটি আটকে যায়। বিরোধীরা বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায়।

এদিন প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলকে তিন তালাক বিরোধী বিল পাশ করাতে সাহায্য করার অনুরোধ করেন। তাঁর কথায়, এই বিল পাশ হলে তা মুসলমান মহিলাদের প্রতি নতুন বছরের উপহার হবে।

সংসদ ভবনের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে   প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের চেষ্টা ও মানুষের আকাঙ্খা সত্ত্বেও গত অধিবেশনে তিন তালাক বিল পাশ করানো যায়নি। এই বিল মুসলমান মহিলাদের অধিকারের সঙ্গে জড়িত তাই এ নিয়ে রাজনীতি হওয়া উচিত ছিল না। কিন্তু এরপরেও বিলটি পাশ হয়নি।

যৌথ অধিবেশনে ভাষণ গিয়ে রাষ্ট্রপতিও তিন তালাক বিল পাশ হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, মুসলিম মহিলাদের সম্মান রাজনীতির বলি। এই অবস্থা থেকে তাঁদের মুক্ত করার একটা সুযোগ এসেছে। কোবিন্দ আরও বলেছেন, তোষণ নয়, সংখ্যালঘুদের ক্ষমতায়ণের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে মোদী সরকার।

বাজেট অধিবেশনের প্রথম পর্ব আজ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তারপর ফের ৫ মার্চ শুরু হবে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত।