নয়াদিল্লি: দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক প্রতিহিংসা বা ষড়যন্ত্রের অভিযোগ তুলে দুর্নীতিগ্রস্তরা যাতে বাঁচার রাস্তা প্রশস্ত করতে না পারে, সেটা নিশ্চিত করার ডাক দিয়েছেন মোদী।
কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আজ সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যারা দেশকে লুঠ করছে, তাদের বিরুদ্ধে যখনই আইনি ব্যবস্থা নেওয়া হয়, তখন তারা এই পদক্ষেপকে রাজনৈতিক চক্রান্ত বলে পালানোর রাস্তা খোঁজে। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
ভারতে বিরোধী দলগুলির বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহারের অভিযোগ নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব। সম্প্রতি লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলি দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করায় আরজেডি-ও চক্রান্তের অভিযোগ করেছে। আজ নাম না করে তাদেরই আক্রমণ করলেন মোদী। তিনি বলেছেন, সব রাজনৈতিক দলেরই উচিত দুর্নীতিগ্রস্ত নেতাদের চিহ্নিত করে তাদের সংসর্গ ত্যাগ করা।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, গত কয়েক দশকে রাজনৈতিক নেতাদের একাংশের আচরণের জন্যই রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের ধারণা খারাপ হয়ে গিয়েছে। মানুষকে বোঝাতে হবে, সব রাজনীতিবিদই দুর্নীতিগ্রস্ত নন।
চক্রান্তের অজুহাতে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের আড়াল করা চলবে না: প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jul 2017 06:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -