নয়াদিল্লি: অসমে জয় ঐতিহাসিক, অভূতপূর্ব, বিজেপির আদর্শকে সমর্থন জানিয়েছে মানুষ, এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অসমের বিজেপি কর্মী-সমর্থকদের হার্দিক অভিনন্দন জানান মোদী। তিনি বলেন, বিজেপি সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে নয়া উদ্যমে কাজ শুরু করবে। নতুন উচ্চতায় পৌঁছে দেবে রাজ্যকে। সাধারণ মানুষের স্বপ্নপূরণ করতে সমস্তরকমভাবে চেষ্টা করবে।
অসমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সোনোয়ালেরও ভূয়ষী প্রশংসা করেন তিনি। শুধু অসমেই নয়, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর বিজেপি কর্মী সমর্থকদের প্রশংসা করেন মোদী।
তিনি আরও বলেন, সারা ভারতেই মানুষ বিজেপির ওপর ভরসা রাখছে। সমর্থকদের সামনে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিয়ে তিনি বলেন, অসমের মতই জম্মু ও কাশ্মীরেও মানুষ বিজেপির ওপর আস্থা রাখছে। এটা গণতন্ত্র স্থাপনের পক্ষে অত্যন্ত সহায়ক।
অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরির বিজেপির পার্টি ইউনিটকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
অসমে কংগ্রেসের জয় নিয়ে উচ্ছ্বসিত বিজেপি সভাপতি অমিতা শাহও। তিনি বলেন, ২০১৯-এ আগামী লোকসভা নির্বাচনে ‘কংগ্রেস মুক্ত ভারত’ হবে। পশ্চিমবঙ্গের মসনদে ফের মমতার ফিরে আসায় তাঁকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
অসমে জয় 'ঐতিহাসিক', 'অভূতপূর্ব': মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2016 06:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -