বারাণসী: উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিনই বারাণসীতে হেভিওয়েটদের সমাগম। আজ বারাণসীতে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু হয়েছে তাঁর রোড শো। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটে মদন মোহন মালব্যর মূর্তিতে মাল্যদানের পর মোদী তাঁর রোড শো শুরু করেন। খোলা গাড়িতে চেপে রোড শো-তে সমাগম হওয়া মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মোদীর ওপর ফুল ছড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান সমর্থকরা।






রবিদাস গেট লঙ্কা, আসি, মাদানি গোদাউলিয়া ও বাসফটক এলাকা ঘুরে মোদী পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরে।সেখানে মন্দিরে আরতি করেন তিনি।






কাল ভৈরবের মন্দিরে্ও পুজো দেন তিনি।





এরপর জৌনপুরে জনসভায় ভাষণ দেন  তিনি।





 



সন্ধে সাড়ে ৭ টা নাগাদ বারাণসীর টাউন হলে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। এরপর জনসভা কাশী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।

অন্যদিকে, এদিনই বারাণসীতেই যৌথ রোড শো শুরু হয়েছে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের। এদিনই বারাণসীর কাছারি থেকে দীর্ঘ ১০ কিলোমিটার রোড শো করবেন রাহুল-অখিলেশ। রোড শো শেষ হবে গোধুলিয়া এলাকায়।

বিএসপি নেত্রী মায়াবতীও সভা করবেন বারাণসীতে।