নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার প্রেক্ষিতে আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক। পাকিস্তান সম্পর্কে রণকৌশল স্থির করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর পাকিস্তানে ঢুকে মারার দাবি জোরাল হয়েছে। যদিও সরকার বিকল্প ব্যবস্থার কথা চিন্তাভাবনা করছে। এদিন সন্ধে সাতটায় প্রধানমন্ত্রীর বাসভবনে এই বিষয়েই আলোচনা হবে।
সরকারের পদক্ষেপ কী হবে, তা নিয়ে একের পর এক বৈঠক হচ্ছে। গতকাল সন্ধেয় বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। অনন্ত কুমারের বাসভবনে এই বৈঠক হয়।
সূত্রের খবর, পর্রিকর সামরিক বিকল্পের কথা বলেন। সুষমা কূটনীতিকে হাতিয়ার করার ওপর জোর দিয়েছেন। কিন্তু চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে যে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়ে যাবে, এমনটা বলা মুশকিল।
সূত্রের খবর, সরকার পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক উপায় অবলম্বনের পক্ষপাতী। এর আগেই প্রধানমন্ত্রী পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন।
উরি হামলা: পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আজ সন্ধেয় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক
ABP Ananda, web desk
Updated at:
21 Sep 2016 09:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -