উনি টিভিতে, কনসার্টে বলতে পারেন, সংসদে কেন নয়? নোট বাতিল নিয়ে মোদীকে কটাক্ষ রাহুল
Web Desk, ABP Ananda | 22 Nov 2016 03:12 PM (IST)
নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে সংসদে সম্মুখ সমরে সরকার ও বিরোধী শিবির। সংঘাতের আবহেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ রাহুল গাঁধীর। কংগ্রেস সহ সভাপতি প্রধানমন্ত্রীকে নিশানা করে আজ সাংবাদিকদের সামনে বলেন, উনি টিভির সামনে বলতে পারেন, পপ কনসার্টেও কথা বলেন, তবে সংসদের ভিতরে কেন পারেন না? গত ১৯ নভেম্বর মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আয়োজিত গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে ভিডিও মারফত ভাষণ দিয়েছেন মোদী। সম্ভবত সেদিকে ইঙ্গিত করেই মঙ্গলবার সংসদের বাইরে মোদীকে কংগ্রেস সহ সভাপতির এহেন খোঁচা বলে মনে করা হচ্ছে। নোট বাতিলের সিদ্ধান্তে আমজনতাকেই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে বলে অভিযোগ তুলে সংসদের চলতি অধিবেশনে বাধা দিয়ে চলেছেন বিরোধীরা। যদিও নোট বাতিলের পদক্ষেপকে কালো টাকার বিরুদ্ধে ‘দ্বিতীয় স্বচ্ছতা অভিযান’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর পাল্টা দাবি, এর পিছনে দেশবাসীর অকুণ্ঠ সমর্থন আছে।