বিনোদ খন্নার মৃত্যুতে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2017 04:22 PM (IST)
নয়াদিল্লি: অভিনেতা বিনোদ খন্নার মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী টুইটারে তাঁর শোকবার্তায় বলেছেন লোকে তাঁকে একজন জনপ্রিয় অভিনেতা এবং দেশের কাজে উত্সর্গীকৃত নেতা হিসেবে মনে রাখবেন। দীর্ঘদিন ধরে ভুগছিলেন অভিনেতা। সূত্রের দাবি, তিনি ব্লাডার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মুম্বইয়ের এক হাসপাতালে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। পঞ্জাবের গুরদাসপুর থেকে চারবার বিজেপির টিকিটে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন বিনোদ খন্না।