নয়াদিল্লি :  বিভিন্ন বোর্ডের আগামী পরীক্ষাগুলির জন্য পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সঙ্গে মোদীর আলাপচারিতায় উঠে এল আগামী বছরের সাধারণ নির্বাচনের প্রসঙ্গও। মোদী বলেছেন, তাঁরও পরীক্ষা রয়েছে। তা হল আগামী বছরের সাধারণ নির্বাচন। পরীক্ষা পর চর্চা অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করেন মোদী। অনুষ্ঠানে একজন তাঁকে প্রশ্ন করেন, আগামী বছর তো লোকসভা নির্বাচন। এই পরীক্ষার জন্য তিনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন? এর জবাবে হাস্যরসের মোড়কে মোদী বলেছেন, 'বোর্ড পরীক্ষার জন্য পড়ুয়াদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার বোর্ড পরীক্ষায় আমার সঙ্গে রয়েছে ১২৫ কোটি ভারতীয়র শুভেচ্ছা'। প্রশ্নকারীকে মোদী বলেছেন, 'আমি যদি তোমার শিক্ষক হতাম, তাহলে তোমাকে সাংবাদিকতার দিকে যাওয়ার পরামর্শ দিতাম।কারণ, এ ধরনের প্রশ্ন তো সাংবাদিকরাই করে থাকেন'। এই অনুষ্ঠানে তালকোটরা স্টেডিয়ামে প্রায় ২,০০০ স্কুল ও কলেজ পড়ুয়া উপস্থিত ছিল। পরীক্ষার চাপ সামলাতে পরীক্ষার্থীদের বিভিন্ন  পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সামনেই যাদের পরীক্ষা সেই স্কুল পড়ুয়াদের জন্য দিল্লির তালকোটরা স্টেডিয়ামে পরীক্ষা পর চর্চা অনুষ্ঠানে ভাষণ দেন মোদী। সেই সঙ্গে পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। নিজের পাঠশালার পরিবেশ যাতে গুরুগম্ভীর না হয়ে পড়ে সেজন্য এদিন বক্তব্যের শুরুতেই মোদী বললেন, আমি আজ প্রধানমন্ত্রী নই, তোমাদের বন্ধু। তাঁর মধ্যে ছাত্রসত্ত্বা এখনও জাগিয়ে রাখার জন্য তাঁর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। হাস্যরসের মোড়কে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিলেন। বললেন, দেবদেবীর পুজো করলেই আত্মবিশ্বাস পাওয়া যায় না। এজন্য প্রয়োজন নিজের ওপর বিশ্বাসটা গড়ে তোলা। তাঁর সরস মন্তব্য, পড়ুয়ারা সাধারণত বিদ্যার দেবী সরস্বতীর পুজো করে। কিন্তু পরীক্ষার দিনে ভগবান হনুমানের পুজো করে। পড়াশোনায় মনঃসংযোগের জন্য প্রধানমন্ত্রী পড়ুয়াদের যোগ অনুশীলনের পরামর্শ দেন। তিনি বলেছেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমেই আত্মবিশ্বাস গড়ে ওঠে। মোদীর পরামর্শ, কোনও একজনকে প্রথমে ঠিক করতে হবে তাঁর ভেতরে কী রয়েছে। এক্ষেত্রে বন্ধুবান্ধবরা সাহায্য করতে হবে। ক্রীড়া জগতের তারকাদের কাছে কেউ জানতে চান না, তাঁদের ডিগ্রি কী। তাই নম্বরের খেলায় বেশি নজর দেওয়া উচিত নয়। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। অন্য কারুর সঙ্গে নিজের তুলনা করা উচিত নয়। পড়ুয়াদের প্রধানমন্ত্রীর পরামর্শ, যখন সেই কাজ করবে সেই কাজে নিবিষ্ট হয়ে যেতে হবে। প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের চিন্তাভাবনার উদাহরণ দিয়ে এ কথা বলেছেন তিনি। মোদী বলেছেন, নিজের পরীক্ষা-নীরিক্ষা বন্ধ করতে হবে। অন্তরে যে বিদ্যার্থী রয়েছে, তাকে চিরদিন বজায় রাখতে হবে। অন্তরের পড়ুয়া সত্ত্বা সারাজীবন বাঁচিয়ে রাখতে হবে এবং তা বেঁচে থাকার প্রেরণা সঞ্চার করে। মোদী বলেছেন, এটা ভাবার দরকার নেই যে, কেউ পরীক্ষা নিচ্ছে। নিজেকেই পরীক্ষক ভাবতে হবে। ভাবতে হবে যে, নিজেকেই নিজের ভবিষ্যত স্থির করতে হবে। প্রধানমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেছেন, আমরা শিশুদের ভাষায় কথা বলতে পারি না। এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ণমন্ত্রী প্রকাশ জাভড়েকর পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতার এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।