নয়াদিল্লি: একসঙ্গে রেকর্ড সংখ্যক ২০টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো) বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা।

 

প্রধানমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, ‘আমাদের মহাকাশ গবেষণা বারবার মানুষের জীবন পরিবর্তনে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা দেখিয়ে দিয়েছে। আমরা অন্য দেশগুলিকে মহাকাশের ক্ষেত্রে সাহায্য করার মতো অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করতে পেরেছি। আমাদের বিজ্ঞানীদের সেই ক্ষমতা আছে।’

 

 

ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানানোর পাশাপাশি কৃত্রিম উপগ্রহ তৈরির ক্ষেত্রে চেন্নাই ও পুণের ছাত্রদের ভূমিকারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। যুবসমাজের মধ্যে বিজ্ঞানের প্রতি এই আগ্রহ দেখে একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি অভিভূত বলেও জানিয়েছেন মোদী।



 

রাষ্ট্রপতিও ট্যুইট করে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।



 

পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাধামোহন সিংহ, প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহও এই সাফল্যের জন্য ইসরো-কে অভিনন্দন জানিয়েছেন।