নয়াদিল্লি:  আন্তর্জাতিক আদালতে  কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশে সন্তুষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এ ব্যাপারে প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন এবং আন্তজার্তিক আদালতে ভারতের বক্তব্য সাফল্যের সঙ্গে তুলে ধরার জন্য অ্যাডভোকেট হরিশ সালভের প্রচেষ্টার প্রশংসা করেছেন।সরকারি সূত্রে এখবর জানা গিয়েছে। এই মামলায় ভারতের হয়ে সওয়াল করেন সালভে।


উল্লেখ্য, পাক সামরিক আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিক কুলভূষণকে মৃত্যুদণ্ড দিয়েছে। পাকিস্তানের এই দণ্ডাদেশকে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ভারত। এই মামলায় আন্তর্জাতিক আদালতে মুখ পুড়ল পাকিস্তানের।  বড়সড় সাফল্য পেয়েছে ভারত। কুলভূষণ যাদবের  মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের ১১ বিচারপতির ডিভিশন বেঞ্চ পাকিস্তানকে সাফ জানিয়ে দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া কূলভূষণকে ফাঁসি দেওয়া যাবে না।

বিদেশমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক আদালতের রায় কুলভূষণ ও তাঁর পরিবার এবং দেশের মানুষের কাছে স্বস্তিদায়ক। আদালতে ভারতের যুক্তি জোরালভাবে তুলে ধরার জন্য তিনি অ্যাডভোকেট সালভের প্রশংসা করেছেন। সুষমার ট্যুইট, কুলভূষণকে বাঁচাতে মোদীর নেতৃত্বাধীন সরকারের কোনও প্রচেষ্টাই বাকি রাখবে না।









সুষমা বিদেশমন্ত্রকে তাঁর আধিকারিকদের নিরন্তর প্রচেষ্ঠা ও কঠোর পরিশ্রমেরও প্রশংসা করেছেন।