দেড় কিলোমিটার দৌড় শেষ হয় ইন্ডিয়া গেটের কাছে।
তার আগে পার্লামেন্ট স্ট্রিটে সর্দার প্যাটেলের সৌধে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। ছিলেন রাষ্ট্রপুতি রামনাথ কোবিন্দ, উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামে ও স্বাধীনতার পর দেশ গড়তে সর্দারের অবদানে গোটা দেশ গর্বিত।
নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারগুলি দেশ গঠনে প্যাটেলের অবদান অস্বীকার করেছিল। চেষ্টা করেছিল, তাঁর অবদান যেন ভুলে থাকা যায়। কিন্তু এত কিছুর পরেও দেশের যুবসমাজ সর্দারকে ভোলেনি বলে মন্তব্য করেন তিনি। বলেন, দেশের সংস্কৃতি ও পরম্পরা রক্ষা করতে হবে।
মোদী সরকার কিছুদিন আগে জানিয়েছে, সর্দার প্যাটেলের জন্মদিন ৩১ অক্টোবর প্রতি বছর জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হবে।