নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


বিদেশমন্ত্রক সূত্রে খবর, বুধবার শরিফকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানান মোদী। একইসঙ্গে পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেন। সম্প্রতি, লন্ডনে ওপেন হার্ট সার্জারি হয়েছে শরিফের। এখনও তিনি সেখানেই আছেন। এদিন শরিফের দ্রুত আরোগ্য কামনা করেন মোদী। পাল্টা মোদীকে ধন্যবাদ জানিয়েছেন শরিফ।

শুধু শরিফ নন, আরও বেশ কয়েকজন রাষ্ট্রনেতাকেও ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সেই তালিকায় রয়েছেন সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুলাজিজ আল সৌদ, আবু ধাবির প্রিন্স মহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নেয়হান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

এছাড়া, ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানিস আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। পাশাপাশি, দেশবাসীর উদ্দেশ্যেও পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। ট্যুইটারে মোদী লেখেন, আশা করি এই বিশেষ দিন সমাজে শান্তি ও সাদৃশ্য বয়ে আনতে সক্ষম হবে।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশ করা এক বিবৃতিতে প্রণববাবু জানান, তিনি আশা করেন ঈদের মধ্যে দিয়ে সকলে ভালবাসা ও বিশ্ব ভাতৃত্যের প্রতি অনুপ্রাণিত হবে। এই উৎসবের মধ্য দিয়ে সকলকে মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার ডাক দেন রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, গরিব এবং অভাবীদের সঙ্গে সুখবণ্টন করা প্রয়োজন।

এদিকে, ঈদের খুশির মেজাজ দেখা যায় ভারত-পাকিস্তান সীমান্তেও। সেখানে ঈদের মিষ্টি বিনিময় করে দু দেশের সীমান্তরক্ষী বাহিনী। এদিন জম্মু ও কাশ্মীরের মোট সাতটি জায়গায় ঈদের শুভেচ্ছা বিনিময় করে বিএসএফ ও পাক রেঞ্জার্স।