নয়াদিল্লি: আজ জম্মু ও কাশ্মীরের স্কুলছাত্রীদের একটি দলের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনাবাহিনীর সদ্ভাবনা প্রকল্পের অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন রাজ্যে যাচ্ছে দলটি। সেভাবেই আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন উপত্যকার ছাত্রীরা। তাঁদের সঙ্গে শিক্ষা, যোগাসন, স্বচ্ছ ভারত অভিযান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।



পরে ট্যুইটারে মোদী লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের প্রতিভাবান তরুণ-তরুণীরা দেশের প্রতি বিশাল অবদান রাখতে পারে। এই রাজ্য থেকে আরও বেশি তরুণ প্রশাসনে যোগ দিচ্ছেন এবং ক্রীড়াক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছেন। এটা দেখে ভাল লাগছে।’



প্রধানমন্ত্রী আরও বলেছেন, কথাবার্তা খুব ভাল হয়েছে। সরকার মেয়েদের শিক্ষার ব্যবস্থা করার জন্য কী পদক্ষেপ করছে, সেটা জানতে চান কাশ্মীরের ছাত্রীরা।