হায়দরাবাদ: তাঁর সরকারের সংস্কারের উল্লেখ করে শিল্পোদ্যোগীদের ভারতে আসার ডাক নরেন্দ্র মোদীর। ভারতে বিনিয়োগ সহায়ক পরিবেশ আছে, বিধিনিষেধ, অচল আইন উঠে গিয়েছে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সামিট, ২০১৭-য় মোদী জানান, ১২০০-র বেশি অচল আইন বাতিল হয়েছে, ২১টি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত ৮৭টি নিয়মবিধি আগের চেয়ে সহজ হয়েছে, একাধিক সরকারি প্রক্রিয়া অনলাইন হয়ে গিয়েছে। তিনি বলেন, গোটা বিশ্বে আমার শিল্পোদ্যোগী বন্ধুদের প্রতি বলতে চাই, আসুন, ভারতে বিনিয়োগ করুন, নির্মাণ করুন, ভারত, গোটা দুনিয়ার জন্য। আপনাদের প্রত্যেককে ভারতের অগ্রগতির শরিক হতে আমন্ত্রণ জানাই। আরও একবার আপনাদের সার্বিক সহযোগিতা, সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি।
এই সম্মেলনে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। মার্কিন প্রতিনিধিদল এসেছে তাঁর নেতৃত্বে।
অর্থনীতির বনিয়াদের পরিপ্রেক্ষিতে বিনিয়োগ-বান্ধব পরিবেশ স্থায়ী হওয়া চাই, এই অভিমত জানিয়ে মোদী দাবি করেন, আর্থিক ও কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতির রাশ টেনে ধরতে তাঁর সরকার সফল। বলেন, আমাদের বিদেশি বিনিময় মুদ্রার তহবিল ৪০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। আমরা এখনও বিপুল বিদেশি পুঁজি পাচ্ছি।
ভারতের তরুণ উদ্যোগপতিদের প্রতি মোদীর বার্তা, ২০২২ নাগাদ নতুন ভারত নির্মাণে আপনাদের প্রত্যেকের কিছু না কিছু দেওয়ার আছে। আপনারাই ভারতের বদল ও রূপান্তরের বাহক হবেন।