জয়পুর: নরেন্দ্র মোদীর বিরোধীদের আক্রমণ মুখতার আব্বাস নকভির। গত ২০ বছর ধরে প্রধানমন্ত্রী দেশের ‘ধর্মনিরপেক্ষ সিন্ডিকেট’ ও তাদের ‘অসহিষ্ণুতা’র শিকার বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে এতে প্রধানমন্ত্রী উন্নয়নে যে গতি এনেছেন, তা মার খাবে না বলে দাবি নকভির।

 

কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী বলেছেন, গত দু দশক ধরে সিয়াসি সেকুলার সিন্ডিকেট ও অসহিষ্ণুতার শিকার মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি ছিলেন উন্নয়নের মুখ। আর এখন দেশের প্রধানমন্ত্রী হিসাবেও তিনি গরিব, যুব সমাজের ক্ষমতায়নের জন্য কাজ করছেন।

 



নকভি এও বলেন, ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী ক্ষমতার অলিন্দ থেকে ক্ষমতার দালাল বা ব্রোকারদের ছেঁটে দিয়েছেন। উন্নয়নের এজেন্ডা সামনে রেখে কাজ করছেন তিনি, যা কেলেঙ্কারির মাধ্যমে দেশকে লুটেপুটে খাওয়া (লুট কা লঙ্গুর) লোকজন হজম করতে পারছে না।

মিথ্যা প্রচারের মাধ্যমে দেশের উন্নয়নের পথে বাধা তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন নকভি।