নোট বাতিল প্রসঙ্গে বিরোধীদের সঙ্গে জঙ্গিদের মদতদানকারী পাকিস্তানের তুলনা মোদীর!
ABP Ananda, web desk | 22 Dec 2016 02:30 PM (IST)
বারাণসী: নোট বাতিল নিয়ে এবার বিরোধী দলগুলির সঙ্গে পাক সেনার তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোট বাতিল ইস্যুতে সংসদ অচল করার অভিযোগ তুলে বিরোধীদের তীব্র আক্রমণ করতে গিয়ে এই তুলনা টানলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জঙ্গিদের অনুপ্রবেশে মদত দিতে পাকিস্তান যেভাবে কভার ফায়ারিং করে সেভাবেই 'দুর্নীতিগ্রস্তদের রক্ষা' করতে উঠেপড়ে লেগেছে বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রীর দাবি, নোট বাতিলের ফলে যেমন ‘কালা ধন’( অবৈধ সম্পদ) বেরোবে, তেমনি ‘কালে মন’ (অসত্ অভিপ্রায়)-ও প্রকাশ্যে আসবে। মোদী বলেছেন, অনেকেই বলছেন, ‘আমি নোট বাতিলের পরিণামের বিষয়টি মাথায় রাখিনি। আসলে, বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতা যে রকম নির্লজ্জভাবে দুর্নীতিগ্রস্তদের রক্ষা করতে নেমেছেন সেই বিষয়টি আমি মাথায় রাখিনি। কিন্তু আমি খুশি যে কালো সম্পদ দূর করার লক্ষ্যে এই অভিযান বহু কালে মন-ও প্রকাশ্যে এনে ফেলেছে’। গত ৮ নভেম্বর নোট বাতিলের পর প্রথমবার নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে এসে মোদী একটি অনুষ্ঠানে বিরোধীদের বিরুদ্ধে সংসদ অচল করার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, বিরোধী দলগুলি নির্লজ্জভাবে দুর্নীতিগ্রস্ত ও অসত্দের সমর্থনে দাঁড়িয়েছে। সদ্যসামপ্ত শীতকালীন অধিবেশনে বিরোধীদের সংসদ অচল করার সঙ্গে 'সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশে মদত দিতে পাক বাহিনীর কভার ফায়ারিং'য়ের তুলনা টেনেছেন।