নয়াদিল্লি: সিদ্দাগঙ্গা মঠের প্রয়াত ধর্মগুরু শিবকুমার স্বামীর শেষকৃত্যে না আসায় নরেন্দ্র মোদিকে কটাক্ষ কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের। প্রধানমন্ত্রী নামীদামী লোকের বিয়ের অনুষ্ঠানে যেতে পারলেও প্রয়াত ধর্মগুরুর অন্যেখ ষ্ঠিতে আসতে পারেননি! ট্যুইটে এই ক্ষোভ জানিয়েছেন তিনি। মঙ্গলবার বারাণসীতে ১৫-তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের সূচনা করে প্রধানমন্ত্রী অবশ্য শিবকুমারের মৃত্যুতে শোক প্রকাশ করেন। মানবজাতির জন্য প্রয়াত ধর্মগুরুর অবদান দেশ সবসময় মনে রাখবে বলে জানান। ট্যুইটও করেন যে, জনগণ, বিশেষত গরিব, বিপন্ন মানুষের জন্য জীবন উত্সর্গ করেছিলেন তিনি। বিশ্বব্যাপী ধর্মগুরুর ভক্তদের সমবেদনা জানান, তাঁদের সঙ্গে তিনিও প্রার্থনা করছেন বলে জানান। কিন্তু তা সত্ত্বেও ধর্মগুরুর শেষকৃত্যে সামিল না হওয়ায় পরমেশ্বরের ক্ষোভ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেলেব্রিটিদের বিয়েতে যান, সিনেমার তারকাদের সঙ্গে দেখা করেন, কিন্তু আমাদের নাদেদাদুভা দেবারুর শেষকৃত্যে থাকতে পারেন না, যিনি নিজেকে উত্সর্গ করেছিলেন গরিব, প্রান্তিক মানুষের সেবায়। ওনাকে ভারতরত্ন খেতাব দেওয়ার জন্য বারবার তদ্বির করেও কোনও ফল হয়নি। ১১১ বছরের ধর্মগুরু ছিলেন লিঙ্গায়েত সম্প্রদায়ের কাছে খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সাত দশকের ওপর যে মঠের তিনি নেতৃত্ব দিয়েছেন, মঙ্গলবার সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হয়। লাখ লাখ ভক্ত চোখের জলে চিরবিদায় জানান তাঁকে।