পুণে: হৃদয়ের জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছিল একরত্তি ছোট্ট মেয়েটি। কিন্তু, চিকিৎসা করানোর মতো সাধ্যি ছিল না বাবা-মায়ের। অগত্যা, প্রধানমন্ত্রীকেই চিঠি লিখে বসল। চাইল আর্থিক সাহায্য। সাহায্য তো মিলেছেই। বাড়তি প্রাপ্তি হিসেবে মিলেছে সাক্ষাতও।

৬ বছরের বৈশালীর চিঠি পেয়েই পুণে জেলা প্রশাসনের মাধ্যমে তার চিকিৎসার বন্দোবস্ত করে দেয় পিএমও। এমাসের গোড়ায় তার সফল অস্ত্রোপচার হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বৈশালী। তবে, তার প্রাপ্তির আরও বাকি ছিল। শনিবার বৈশালীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পুণে গিয়েছিলেলন মোদী। সেখানেই তাঁর সঙ্গে বৈশালীর মুখোমুখী সাক্ষাত হয়। বৈশালীর কাকা প্রতাপ যাদব জানান, মোদী কিশোরীকে চকোলেট দেন। কথা বলেন। এরপর, বৈশালীর সঙ্গে ছবি তুলে ট্যুইটও করেন প্রধানমন্ত্রী। লেখেন, অমূল্য সময় কাটালাম ছোট্ট বৈশালীর সঙ্গে।

মোদী আরও বলেন, অস্ত্রোপচারের পর বৈশালী একটি খুব সুন্দর চিঠি আমাকে লিখেছিল, যা আমার হৃদয়ে থেকে যাবে। ওকে সাহায্য করতে পেরে ভাল লাগছে।

[embed]https://twitter.com/narendramodi/status/746717801042219008[/embed]