স্বাস্থ্যক্ষেত্রে জিডিপি-র অংশ বাড়িয়ে আড়াই শতাংশ করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য, জানালেন রাজনাথ
Web Desk, ABP Ananda | 13 Apr 2018 08:54 PM (IST)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাস্থ্যক্ষেত্রে জিডিপি-র অংশ বাড়িয়ে আড়াই শতাংশ করতে চান। আজ এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। স্যার গঙ্গারাম হাসপাতালের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘১২৫ কোটি নাগরিকের দেশে সবার জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা সহজ নয়। আমাদের অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সরকারের খরচের হিসেব ধরলে, আমাদের স্বাস্থ্যক্ষেত্রে জিডিপি-র অংশ ১.১৬ শতাংশ। কিন্তু আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, আমাদের প্রধানমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। স্বাস্থ্যক্ষেত্রে জিডিপি-র অংশ বাড়িয়ে আড়াই শতাংশ করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য।’ দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো এবং পরিকাঠামোর উন্নতির বিষয়ে রাজনাথ বলেছেন, ‘বর্তমানে ভারতে মোট জনসংখ্যার প্রতি হাজারে মাত্র ০.৬ শতাংশ চিকিৎসক এবং প্রতি হাজারে মাত্র ০.৮ শতাংশ নার্স। প্রতি হাজারে হাসপাতালের শয্যার সংখ্যা ১৫ শতাংশ। তাই আমরা স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি বিনিয়োগে উৎসাহ দিচ্ছি।’