নয়াদিল্লি: বিজেপির সব সাংসদকে নিয়ে আজ অনশনে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশন চলাকালীন সংসদে পুরোপুরি অচলাবস্থা চলায় প্রতিবাদে এই অনশন করতে চলেছেন তিনি। বিজেপির অভিযোগ, কংগ্রেসের অগণতান্ত্রিক কার্যকলাপেই বাজেট অধিবেশন এভাবে ধুয়ে মুছে গিয়েছে।

তবে অনশনের পাশাপাশিই সরকারি কাজকর্ম ঠিকই করবেন প্রধানমন্ত্রী, লোকজনের সঙ্গে দেখা করবেন, সই করবেন ফাইলপত্রে। একই ইস্যুতে কর্নাটকের হুবলিতে আজ অনশন পালন করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। যদিও বিরোধীরা এই অনশনকে নাটক আখ্যা দিয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও তার সহযোগী দলগুলিই বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে সংসদে কাজকর্ম হতে দেয়নি। সংসদের ২৫০ ঘণ্টা খামোখা নষ্ট করেছে তারা আর এখন অনশনে বসছে।

প্রধানমন্ত্রীর সঙ্গেই গোটা দিনের এই অনশনে বসবেন বিজেপির সব সাংসদ। তবে একসঙ্গে নয়, নিজের নিজের কেন্দ্রে চলবে তাঁদের অনশন। সংসদের কাজকর্ম স্তব্ধ করে বিরোধীরা যে দেশের উন্নয়ন স্তব্ধ করার চেষ্টা করছে তা এভাবে দেশের মানুষকে অবগত করানো হবে বলে দাবি করেছে তারা।

এর আগে ৯ তারিখ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রার্থনায় ৫ ঘণ্টার অনশনে বসেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ কয়েকজন নেতা।