নয়াদিল্লি: জনজীবন স্বাভাবিক করে তোলার জন্য জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চতুর্দেশীয় আফ্রিকা সফর থেকে ফেরার পর আজ নতুন দিল্লিতে কাশ্মীর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান, প্রধানমন্ত্রী বলেছেন, জম্মু-কাশ্মীরে কোনও নিরীহ নাগরিককে হেনস্থার সম্মুখীন হতে হবে না। একইসঙ্গে অমরনাথ যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা ও সীমান্তে নজরদারি ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে, জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর আমেরিকা সফর স্থগিত রাখা হয়েছে।