নাইরোবি: তানজানিয়া সফর শেষ করে কেনিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী টুইট করে জানান, বন্ধুত্বপূর্ণ দেশটিতে এসে তিনি আনন্দিত।



প্রসঙ্গত, গত ৩৫ বছরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী পূর্ব আফ্রিকার এই দেশটিতে গেলেন। এর আগে ১৯৮১-তে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী কেনিয়ায় গিয়েছিলেন। কেনিয়াতে প্রায় ৮০,০০০ ভারতীয় বংশোদ্ভূতর বাস।

সোমবার কেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা মোদীর। বৈঠকের পর যেতে পারেন ইউনিভর্সিটি অফ নাইরোবিতে। সেখানে পড়ুয়াদের এক আলোচনাসভায় যোগ দেওয়ার কথা তাঁর।