নয়াদিল্লি: প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতিয়ে আনুন বিজেপিকে, যাতে অন্য কোনও দলের ওপর নির্ভর করতে না হয়। তাহলে গোয়া দেশের সেরা রাজ্য হবে। গোয়ার পানাজিতে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রতিশ্রুতি দিলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য, রাজ্যবাসীর আর্থিক উন্নতি ও কর্মসংস্থানের জন্য কেন্দ্র ও গোয়া সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আর এ জন্য তারা মূলত গুরুত্ব দিচ্ছে পর্যটনে। বিজেপি চায়, এ রাজ্যে সর্বাধিক পর্যটক আসুন, যাতে তার ফলে রাজ্যের মানুষের জন্য সর্বাধিক কর্মসম্ভাবনা তৈরি হয়।

পর্যটকদের জন্য তাঁর সরকার কী কী সুযোগসুবিধে দিচ্ছে, তার খতিয়ানও দিয়েছেন মোদী। তিনি জানিয়েছেন, পর্যটকরা এখন ভিসা অন অ্যারাইভালের সুবিধে পাচ্ছেন, পাচ্ছেন ই ভিসাও। এ সবের ফলে সবথেকে বেশি উপকৃত হয়েছে আরবসাগরের গা ঘেঁষে ছোট্ট গোয়া। বিদেশি পর্যটকের আনাগোনা কয়েক গুণ বেড়ে গিয়েছে এ রাজ্যে।

গোয়াবাসীর প্রশংসা করে তাঁর মন্তব্য, গোয়া দেশবাসীকে মনোহর পর্রীকরের মত একজন শক্তিশালী প্রতিরক্ষামন্ত্রী দিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে গোটা বিশ্ব আলোচনা করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

একইসঙ্গে বিরোধীদের প্রতি প্রধানমন্ত্রীর বিদ্রূপ, তারা ইতিমধ্যেই হার স্বীকার করে নিয়েছে, তাই এখন খোঁজাখুঁজি করে দেখছে, হারের কী অজুহাত খাড়া করা যায়। তাঁর কথায়, কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় থাকাকালীন স্থিতিশীলতা নষ্টের ফিকির খুঁজত। তাই স্থায়ী সরকার চেয়ে মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছেন।