নয়াদিল্লি: তিন তালাক ইস্যু নিয়ে রাজনীতি না করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরই পরিপ্রেক্ষিতে মোদী ও বিজেপিকেই পাল্টা তোপ দাগল কংগ্রেস। দলের নেতা গুলাম নবি আজাদ বিজেপির বিরুদ্ধে তিন তালাক ইস্যুটি নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছেন। এমনকি, মুসলিম স্বামী ও স্ত্রীর মধ্যে নয়া এক ভোট ব্যাঙ্ক তৈরির চেষ্টাও বিজেপি করছে বলে অভিযোগ করেছেন তিনি। কংগ্রেস মুখপাত্রর আরও অভিযোগ, বিজেপি ও আরএসএস ছাড়া অন্য কোনও দল তিন তালাক নিয়ে রাজনীতি করছে না।
রাজ্যসভার বিরোধী দলের নেতা গুলাম নবি বলেছেন, কোরানে তালাকের এক দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। হাজার বছর ধরে দেশ ও সমাজ গড়ে উঠছে। এতে কখনও কখনও কিছু ভুলভ্রান্তি দেখা দেয়। সময়ের সঙ্গে সমাজ স্বয়ং এই সব ভুলভ্রান্তি দূর করে।
গুলাম নবি আরও বলেছেন, তিন তালাক ইস্যু নিয়ে সমাজেই চিন্তাভাবনা চলছে।আদালতেও বিষয়টি বিবেচনাধীন। এই অবস্থায় বিজেপিই বা কেন মুসলিম স্বামী-স্ত্রীর মাঝে অপ্রয়োজনীয়ভাবে এসে পড়েছে, সেই প্রশ্ন তুলেছেন গুলাম নবি। তিনি আরও বলেছেন, এভাবে বিজেপির নতুন ভোট ব্যাঙ্ক তৈরির চেষ্টা থেকে বিরত থাকা উচিত।
প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা আরও বলেছেন, তিন তালাক ইস্যুটি নিয়ে রাজনীতি না করার কথা বলছেন প্রধানমন্ত্রী। অথচ তিনিই সবচেয়ে বেশি এই ইস্যুটি নিয়ে রাজনীতি করছেন।
গুলাম নবি আরও বলেছেন, বিজেপি ও আরএসএস ছাড়া অন্য কোনও দল বিষয়টি নিয়ে রাজনীতি করছে না। অন্য কোনও দলের নেতারা তিন তালাক ইস্যু নিয়ে বিজেপির মন্তব্যের প্রতিক্রিয়া দিচ্ছেন মাত্র।
নির্বাচনের আগে ও নির্বাচন চলাকালে বিজেপি বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলেও গুলাম নবি অভিযোগ করেছেন।
গুলাম নবি বলেছেন, মুসলিমরা তিন তালাকের অপব্যবহারে বিশ্বাসী নন। কারণ, তা শরিয়ত, কোরান ও ইসলামের পরিপন্থী।
ভোট ব্যাঙ্ক তৈরির জন্য তিন তালাক ইস্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি: কংগ্রেস
ABP Ananda, web desk
Updated at:
30 Apr 2017 02:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -