মোদি বলেছেন, সারা বিশ্বই যখন সংকটে তখন আমাদের অঙ্গীকার নিতে হবে, যে অঙ্গীকার হতে হবে এই সংকটের থেকেও বৃহত্তর। একবিংশ শতককে ভারতের শতক হিসেবে তৈরির প্রয়াস চালাতে হবে। আর এই লক্ষ্য পূরণের উপায় হল আত্মনির্ভরতা।
ভারত যে আত্মনির্ভরতা অর্জন করতে পারে তার দৃষ্টান্ত দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যখন দেখে কোভিড-১৯-এর সংক্রমণ শুরু হয়, তখন ভারতে কোনও পিপিই উত্পাদন হত ননা। কিন্তু এখন ভারতের প্রতিদিন দুই লক্ষ পিপিই ও ২ লক্ষ এন৯৫ মাস্ক তৈরি করতে সক্ষমতা রয়েছে। এই দৃষ্টিভঙ্গিই স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।