নয়াদিল্লি: কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া জনতা দল (সেকুলার) নেতা এইচ ডি কুমারস্বামীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দায়িত্বের জন্য জানালেন শুভেচ্ছাও। এদিন টুইটারে মোদী লেখেন, আমি কর্নাটকের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য যথাক্রমে এইচডি কুমারস্বামী এবং জি পরমেশ্বরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নতুন দায়িত্বের জন্য তাঁদের আগাম শুভেচ্ছা।


https://twitter.com/narendramodi/status/999273840361517056

এদিন, বেঙ্গালুরুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার পুত্র এইচ ডি কুমারস্বামী। বিকেল সাড়ে ৪টেয় বিধানসভায় হয় শপথগ্রহণ অনুষ্ঠান। কুমারস্বামীর শপথগ্রহণকে কেন্দ্র করে উঠে আসে ২০১৯-এর আগে অ-বিজেপি নেতাদের জোট বাঁধার ছবি। সনিয়া-রাহুল ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এছাড়াও, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও মায়াবতী, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তেজস্বী যাদবসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব শপথগ্রহণে উপস্থিত ছিলেন।


অন্যদিকে, এদিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে বিজেপি। কংগ্রেস-জেডিএস জোটকে ‘অপবিত্র’ উল্লেখ করে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-কর্মসূচির আয়োজন করে গেরুয়া শিবির।