নয়াদিল্লি: গুজরাতে বিধানসভা নির্বাচনের সময় পাকিস্তানের সঙ্গে চক্রান্তের অভিযোগ করলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনওদিনই দেশের প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেননি। আজ রাজ্যসভায় এই মন্তব্যই করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি আমাদের কাছে অত্যন্ত সম্মাননীয় ব্যক্তি। দেশের প্রতি তাঁদের দায়বদ্ধতাও যথেষ্ট বলেই আমরা মনে করি। প্রধানমন্ত্রী মনমোহন ও হামিদের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেননি বা তোলার চেষ্টা করেননি। এ বিষয়ে যে ধারণা তৈরি হয়েছে, সেটা ভুল।’
প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন, কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের বাড়িতে গোপন বৈঠকে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ও আমলাদের সঙ্গে মিলে গুজরাতে বিজেপি-কে হারানোর চক্রান্ত করেন মনমোহনরা। এই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে সংসদের শীতকালীন অধিবেশনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেছেন, প্রধানমন্ত্রী যেহেতু সংসদে এই মন্তব্য করেননি, তাই তিনি ক্ষমা চাইবেন না। আজ মোদীর হয়ে সাফাই দিলেন জেটলি।
দেশের প্রতি মনমোহন, হামিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেননি মোদী, রাজ্যসভায় বললেন জেটলি
Web Desk, ABP Ananda
Updated at:
27 Dec 2017 03:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -