হরিদ্বার: যুব-সমাজের মধ্যে মদের নেশা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আশঙ্কা, এই সমস্যাকে এখনই রোখা না হলে, আগামী ২৫ বছরে সমাজ ‘খারখার’ হয়ে যাবে।


বৃহস্পতিবার, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হরিদ্বারে একটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে যুব সম্প্রদায়ের মধ্যে বাড়তে থাকা মদ খাওয়ার প্রবণতা রুখতে এবং স্বচ্ছতা ও পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধির করার ওপর জোর দিতে বলেন তিনি।


মোদী বলেন, এখন নতুন প্রজন্ম মদ্যপানের শিকার হচ্ছে। আমাদের পূর্বসূরীরা এগুলি একদম সহ্য করতে পারতেন না। কিন্তু, এখন এই সমস্যা এতটাই বেড়ে গিয়েছে যে, এই প্রবণতাকে এখনই না আটকানো হলে আগামী ২০-২৫ বছরে সমাজ ছারখার হয়ে যাবে।