টুইট করে প্রধানমন্ত্রীর ইদের শুভেচ্ছা
ABP Ananda, Web Desk | 16 Jun 2018 12:47 PM (IST)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানালেন। তাঁর আশা, এই উৎসব দেশে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে। তিনি লিখেছেন, ইদ মুবারক! এই দিন যেন আমাদের সমাজের বন্ধন ও ঐক্য আরও দৃঢ় করে। দেখুন তাঁর টুইট [embed]https://twitter.com/narendramodi/status/1007810189649641473[/embed]