মোদীর কথা এখন আর মানুষ বিশ্বাস করে না, দাবি রাহুলের
Web Desk, ABP Ananda | 14 Dec 2017 09:33 PM (IST)
তিরুঅনন্তপুরম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর বিশ্বাসযোগ্যতা নেই। তিনি দুর্নীতি নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন। আজ কেরলের তিরুঅনন্তপুরমে এক জনসভায় এই মন্তব্যই করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি মোদীকে তীব্র আক্রমণ করে বলেছেন, ‘তিন বছর আগে অনেক আশা নিয়ে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর কাছ থেকে মানুষের অনেক প্রত্যাশা ছিল। তাঁর কথা মানুষ বিশ্বাস করত। কিন্তু ক্ষমতায় আসার তিন বছর পরে প্রধানমন্ত্রী মোদী বিশ্বাসযোগ্যতার সঙ্কটের সামনে দাঁড়িয়ে। মানুষ তাঁর কথা শোনে, কিন্তু তিনি যা বলেন, সেটা আর কেউ বিশ্বাস করে না। এর কারণ হল গত তিন বছরে তাঁর কার্যকলাপ এবং সরকারের পারফরম্যান্স।’ কর্মসংস্থান নিয়ে মোদীকে তোপ দেগে রাহুল বলেছেন, ‘প্রধানমন্ত্রী দেশের তরুণদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে দু’কোটি কর্মসংস্থান হবে। তিনি মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, কানেক্ট ইন্ডিয়ার কথাও বলেছিলেন। উৎপাদন শিল্পে চিনের আধিপত্যকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আজ সত্য প্রকাশিত হয়েছে। আমরা কিছুদিন আগে সরকারকে প্রশ্ন করেছিলাম, মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, কানেক্ট ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে কত কর্মসংস্থান হয়েছে? সংসদে এক মন্ত্রী জবাব দেন, ভারতে ২৪ ঘণ্টায় ৪৫০ কর্মসংস্থান হয়। চিনে সেখানে ২৪ ঘণ্টায় ৫০,০০০ কর্মসংস্থান হয়। কেরল সরকারের মতোই নরেন্দ্র মোদী সরকারও মানুষের বিশ্বাস হারিয়েছে।’