নয়াদিল্লি: বিশ্বব্যাঙ্ক থেকে আইএমএফ- সকলে জোর গলায় বলছে, ভারতে উন্নয়ন হচ্ছে। একই কথা বলছেন অর্থনীতিবিদরা। কিন্তু এ দেশেই এমন জায়গা এখনও রয়েছে যেখানে এখনও পৌঁছয়নি সামান্য বিদ্যুৎটুকু। ছত্তিশগড়ের এমনই এক গ্রামের মানুষের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী স্বয়ং।

ছত্তিশগড়ের বলরামপুর জেলার জোকাপাথ গ্রামে স্বাধীনতার ৭০ বছর পর এসে পৌঁছেছে বিদ্যুৎ। উচ্ছ্বসিত গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধান বলেছেন, এবার গ্রামের ছেলেমেয়েরা ভালভাবে পড়াশোনা করতে পারবে, জীবনে উন্নতি করতে পারবে।





আর এই টুইটটি রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, এ ধরনের খবর তাঁকে যেমন খুশি করে, তেমনই আবেগে ভরে দেয়। এত জীবন এক সঙ্গে আলোকিত হয়ে উঠেছে দেখে তিনি আনন্দিত।